ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাবনা থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে একটি মাইক্রোবাস যাওয়ার সময় রাস্তায় শুকাতে দেয়া ধানের খড় থেকে ধীরে ধীরে আগুন ধরে গাড়ীতে ছড়িয়ে পড়লে এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিক গাড়ী থামিয়ে সকল যাত্রীকে নিরাপদে পাঠিয়ে দেয়া হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে তবে গাড়ীর ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে যায়।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, মাক্রোবাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে শুকনা খড় থেকে। আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো গাড়ীটি পুড়ে যেত। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।