আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গনিতে বিধ্বস্ত ফিলিপাইন। এতে দেশটিতে এখন পর্যন্ত ১৬ জনের নিহতের খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার ভোররাতে ফিলিপাইনের ক্যাটানডুয়ানেস দ্বীপে ঘণ্টায় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) গতিবেগ নিয়ে টাইফুনটি আঘাত হানে।
এতে এখন পর্যন্ত ৪ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে এবং এদের বেশিরভাগই অবস্থান নিয়েছে আশ্রয় কেন্দ্রে।
রেড ক্রসের পক্ষ থেকে বলা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে ফিলিপাইনের যে অঞ্চলে গনি আঘাত হেনেছে সেখানকার ৯০ শতাংশ বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে অঞ্চলটি বিদ্যুৎহীন, পাশাপাশি পানি নেই, নেই কোন মোবাইল নেটওয়ার্ক।
আশঙ্কা করা হচ্ছে, ক্যাটানডুয়ানেসের ভিরাক পৌরসভার ৭০ হাজার মানুষের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এই অঞ্চলে এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এজন্যে জরুরি বিভাগের এক দলকে বিমানপথে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
অঞ্চলের দুর্যোগ ঝুঁকি-পর্যবেক্ষণ সংস্থা জানায়, টাইফুন গনিতে আলবে এবং ক্যাটানডুয়ানেস প্রদেশেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গনিতে বিমানবন্দর ও সমুদ্রবন্দরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি, ইন্ডিয়া এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।