মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে নিজ শযন ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে শ্রাবন্তি মায়ের কাছে পোলাও খাওয়ার জন্য আবদার করেছিল। কিন্তু গরিব ভ্যান চালক বাবা পোলাওয়ের চাল আনতে না পারায় মা পোলাও রান্না করে খাওয়াতে পারেনি মেয়েকে। মঙ্গলবার সে জেদ করে বসলে মা সানু মেয়ের জন্য দোকানে পোলাওয়ের চাল কিনতে যায়। এ সময় শ্রাবন্তি নিজ শয়নঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কোতোয়ালু থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, পোলাও খেতে না পারায় মায়ের ওপর অভিমান করে শ্রাবন্তি এ ঘটনা ঘটিয়েছে।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool