জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান শাকিল (২২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল হাসান শাকিল উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইমান আলী ঘাট মাঝি বাড়ির আবুল বাশার’র ছেলে।
জানা যায়, রাশেদুল হাসান শাকিলের বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাগান ও রহিম মিয়ারটেক এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বুধবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় নিজ বাড়ির দরজায় তার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন জানান, শাকিল লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ত।
চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত সাগর জানান, রাশেদুল হাসান শাকিল ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেলে মাথায় হেলমেটে না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



