আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।
রবিবার (২৮ জানুয়ারি) ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিসরের গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠক শেষে এমন কথা বলেছেন তিনি। খবর আলজাজিরার।
সোমবার কাতারি প্রধানমন্ত্রী বলেন, বৈঠকে দুপক্ষের মধ্যে কয়েক ধাপে বাস্তবায়নযোগ্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। চুক্তির আওতায় প্রথমে নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক ত্রাণসহায়তা প্রবেশ করবে।
তিনি বলেন, আমরা এই প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দিব। তাদের এমন জায়গায় নিয়ে যাওয়ার আশা করছি যেখানে তারা এ প্রক্রিয়ায় ইতিবাচক ও গঠনমূলকভাবে সম্পৃক্ত হবে।
কাতারের প্রধানমন্ত্রী আরও বলেছেন, হামাস আলোচনায় যোগদানের পূর্বশর্ত হিসাবে স্থায়ী যুদ্ধবিরতি দাবি করেছিল। আমি বিশ্বাস করি যে আমরা সেই জায়গা থেকে এমন একটি জায়গায় চলে এসেছি যেটি সম্ভবত ভবিষ্যতে স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারে। আলোচনা নিয়ে কয়েক সপ্তাহ আগে যেখানে ছিলাম তার চেয়ে অনেক ভালো জায়গায় আছি আমরা।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।
দিন যত সামনে এগোচ্ছে ইসরায়েলি বন্দিদের মুক্ত করাতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। গত ২২ জানুয়ারি নেসেটে ইসরায়েলি অর্থ কমিটির বৈঠক চলার সময় ২০ জনের একটি দল সংসদ সদস্যরা যেন বন্দিদের মুক্ত করতে আরও ভূমিকা রাখেন সে দাবিতে সেখানে ঢুকে পড়েন। এর মাধ্যমে বন্দিদের মুক্তি নিয়ে ইসরায়েলি সমাজে বিভাজন প্রকট আকার ধারণ করছে বলেই ইঙ্গিত দেয়।
এমন পরিস্থিতিতে মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হামাসের সঙ্গে একটি নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে বন্দিদের মুক্ত করাতে চায় তেল আবিব। তবে গাজায় যুদ্ধের অবসানের কোনো কথা সেখানে বলা হয়নি। কিন্তু হামাস বলছে, যুদ্ধ বন্ধ না হলে কোনো চুক্তি করবে না তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।