জুমবাংলা ডেস্ক : গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকায় অগ্নিকাণ্ডে লাক্সারি ফ্যান কারখানার শ্রমিক হতাহতের ঘটনার একদিন পর সোমবার (১৬ ডিসেম্বর) রাতে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, প্রাণহানির অভিযোগে মামলায় কারখানার পাঁচ মালিকের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যাবস্থাপককে আসামি করা হয়েছে। মামলার আসামিরা করা হয়েছে কারখানার মালিক জাহিদ হাসানসহ পাঁচ মালিক ও কারখানার ব্যবস্থাপকের নাম উল্লেখ করে। মামলাটি দায়ের করেন নিহত কারখানা শ্রমিক রাশেদুল ইসলামের পিতা কামাল হোসেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ রাসেল শেখ জানান, মামলাটি করা হয় নিহতদের পরিবারের পক্ষ থেকে। তাই নিহতদের দাফন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
এর আগে রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বারিয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় লাক্সারি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে আগুনে নিহত প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা তাৎক্ষণিক সহায়তা দেয়ার ঘোষণা দেয় শ্রম মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।