নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীকে এবং অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারী দুইজন বাড়ির মালিককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া একটি ভবনের বেজমেন্টে অনুমোদনবিহীন গার্মেন্টস চালু রাখায় এক ফ্যাশন হাউস মালিককেও সাজা দেয়া হয়।
মঙ্গলবার (২১ জুলাই) গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর, শ্রীপুর উপজেলার দখলা এবং জৈনাবাজারে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত শ্রীপুরের দখলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মূল হোতা সুমন শেখকে ৩০ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই উপজেলার জৈনাবাজার এলাকার একটি ভবনের বেজমেন্টে কারখানা লাইসেন্স, ফায়ার লাইসেন্স ব্যতীত অনুমোদনবিহীনভাবে ‘সারিকা ফ্যাশন হাউস’ নামক গার্মেন্টস চালু রাখায় এর মালিক সাদেক খানকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে দুই জন বাড়ির মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।