নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের পাঁচটি উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৮৫ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ জনের।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন ২৬ জন। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ১৮ জন, কালিয়কৈর ও শ্রীপুর উপজেলায় একজন করে, কাপাসিয়া উপজেলায় ৪ জন এবং কালীগঞ্জ উপজেলায় ২ জন।
প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় ২৯ হাজার ১৭৫ জনের পরীক্ষা শেষে এ পর্যন্ত করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে ৪০২০ জনের। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ২৩৮১ জন, কালিয়াকৈর উপজেলায় ৪৯৮ জন, কালীগঞ্জ উপজেলায় ৩৫৮ জন, কাপাসিয়া উপজেলায় ২৮৪ জন এবং শ্রীপুর উপজেলায় ৪৯৯ জন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।