নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল থেকে জয়দেবপুর মদীনাতুল উলুম আলিম মাদরাসায় এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মদীনাতুল উলুম আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি নাছির উদ্দিন খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ঐহিত্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান আরমান।
জানা গেছে, হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা-২২ এর গাজীপুর জেলার অডিশন উপলক্ষে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আযমীরের পরিচালনায় কুরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাইখ হাফেজ ক্বারী মাওলানা সাঈদ আহমাদ আজমী, শাইখ হাফেজ মাওলানা মাসুদুল আলম, শাইখ হাফেজ মাওলানা জোনায়েদ আহমেদ। এ সময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগীতায় উত্তীর্ণ ৬ জন হাফেজকে বাচাই করে ফাইনাল রাউন্ডের জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়। এছাড়াও ৫ পাড়া গ্রæপের ৫ জনকে ক্রেস্টসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।