নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সোসাইটি গাজীপুর জেলা সাংগঠনিক কমিটির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ স্বরণীর ইকবাল কুটিরে সংগঠনের নিজস্ব কার্যালযয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা কমিটির সভাপতি মো. আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটি মহাসচিব নাসির উদ্দীন বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম নজরুল ইসলাম আজহার,দৈনিক কণ্ঠ বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জানে আলম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সোসাইটি গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. বায়জীদ হোসেন, সহ-সভাপতি মাহবুব চৌধুরী, মানবাধিকার সম্পাদক মো. নুরুল ইসলাম ফরিদ, আইন বিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক রফিক সরকার, সহায়ক বাংলাদেশ এর সভানেত্রী শিমু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. রিয়াদ হোসাইন, মো. শফিকুল ইসলাম জিতু, মো. মেরাজ হোসেন, সোহেল রানা প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাতবরণকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, জাতীয় চার নেতা, গাজীপুরের কৃতি সন্তান শহীদ ময়েজউদ্দিন, শহীদ আহসান উল্লাহ মাস্টার এবং ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় এবং দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মো. শরীফ আহমেদ শামীমের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সোসাইটি গাজীপুর জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মো. মকবুল হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।