নিজস্ব প্রতিবদেক, গাজীপুর: গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা।
শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম সংলগ্ন টঙ্গী টেশিস থেকে শোভাযাত্রাটি বের হয়। কয়েকশ মোটরসাইকেল নিয়ে অংশ নেন সমর্থকরা। এটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বেলা দেড়টায় গাজীপুরায় শেষ হয়।
আসনটির জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলী দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন।
শোডাউনের আগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহা. জামাল উদ্দীন, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.