গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) নেসকোতে হেনস্তা ও প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে। এর ফলে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা প্রথমে শিমুলতলী সড়কে বিক্ষোভ করেন, পরে মিছিল নিয়ে ভুরুলিয়ায় রেলপথ অবরোধ করেন। অবরোধের কারণে চিত্রা এক্সপ্রেস ট্রেন মৌচাক স্টেশনে আটকা পড়ে।
বক্তারা অভিযোগ করেন, দেশে ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিকে অযৌক্তিক উল্লেখ করেন এবং সমাধানের জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
এ সময় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের দফাগুলো দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা জানান, আজ বুধবার সকাল ১০টা থেকে গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচি শুরু করা হবে।
প্রধান দাবিগুলো হলো:
-ডিপ্লোমা প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ নিশ্চিত করা।
-নিম্নপদে নিয়োগ বন্ধ করা।
-শিক্ষক-ছাত্র অনুপাত ১:১২ রেখে শিক্ষাক্রমের মান রক্ষা।
-বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিরুজ্জামান জানান, অবরোধের কারণে ট্রেন চলাচল বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।