জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে মেসার্স চরমোনা্ই এন্টারপ্রাইজ নামের একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কালিয়াকৈরের দুইটি ও ডিবিএলের একটি মোট তিনটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বরাব বেগমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা বরাব এলাকার বেগমপুরে রফিক মুন্সি নামের এক ব্যবসায়ীর এক তুলার কারখানায় শুক্রবার আড়াইটার সময় আগুন লাগে। পরে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় কারখানার কর্তৃপক্ষ কালিয়াকৈর ফায়ার সার্ভিসে ফোন কল করেন। ওই ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুই ইউনিটের দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসলে ডিবিএলের আরও একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখানার আগুন নিয়ন্ত্রণেে এনে ডাম্পিং এর কাজ চলছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তম্বা সিং জানান, কালিয়াকৈরের দুইটি ও ডিবিএলের একটি মোট তিনটি ইউনিট কাজ করেছে। তিনি বলেন, আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোনো ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।