নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ নদী পরিব্রাজক দল, গাজীপুর জেলার উদ্যোগে গাজীপুর মহানগরীর দখল ও দূষণে ক্লিষ্ট চিলাই নদী পরিদর্শন কর্মসূচী পালিত হয়েছে। পরিদর্শনকালে নদীর বিভিন্ন স্থানে অবৈধ দখল ও দূষণ চিহ্নিত করা হয়েছে।
বিশ্ব জলাভূমি দিবস-২০২৫ উপলক্ষে চিলাই নদী পরিদর্শন কর্মসূচি গ্রহণ করা হয়। জানো যদি বাঁচবে নদী এ শ্লোগানকে সামনে রেখে পরিদর্শন দলের সদস্যরা সোমবার সকাল ১০টায় মহানগরীর শিমুলতলী এলাকার এটিআই মোড় থেকে নদী পরিদর্শন কার্যক্রম শুরু হয়ে দুপুরে মহানগরীর শ্মশানঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
নদী পরিব্রাজক দলের এ কার্যক্রমে অংশ নিয়েছেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, গাজীপুর জেলার
সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান রাজীব,সহ-সভাপতি মোহাম্মদ মিলন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুল ইসলাম খান, জীববৈচিত্র্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পাঠচক্র সম্পাদক ওয়ালীউল্লাহ সাকিব, নির্বাহী সদস্য ইয়াসিন গাজী।
নদী পরিদর্শন কার্যক্রমের সমাপনীর সময় বাংলাদেশ নদী পরিব্রাজক দল, গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক এ এন এম মুনীর হোসাইন মোল্লা, সাধারণ সম্পাদক এম. আসাদুজ্জামান সাদ শ্মশানঘাট এলাকায় পরিদর্শন দলের সাথে মিলিত হন। এসময় গাজীপুর নাগরিক ফোরামের সভাপতি এ্যাড. জালাল উদ্দিন সেখানে উপস্থিত হয়ে এ কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেন।
সমাপনীকালে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পরিদর্শন দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আমাদের পরবর্তী সভায় পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী আলোচনা করে চিলাই নদী রক্ষায় পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।