নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে একটি নির্মাণাধীন কারখানায় ‘বিএনপি নেতাকর্মী’ পরিচয়ে চাঁদা দাবি এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শ্রীপুরের সাতখামাইর এলাকায় ম্যাক হ্যাচারি (ইউনিট-২) নামের ওই কারখানায় গত কয়েকদিন ধরে নির্মাণকাজে বাধা সৃষ্টি করা হয়। সর্বশেষ মঙ্গলবার (২২ এপ্রিল) দেশীয় অস্ত্রসহ একদল যুবক নির্মাণসাইটে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ উঠেছে।
কারখানাটির নিরাপত্তা কর্মকর্তা আব্দুল বারী জানান, জাহাঙ্গীর আলম (৪০), ইব্রাক একান্ত (২৬), মো. সুমন (৩৮), রাসেল আকন্দ (৩৮), আলিফ আকন্দ (২০) ও আরও ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তি মিলে ‘বিএনপি নেতাকর্মী’ পরিচয়ে নির্মাণকাজে বাধা দেন এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় শ্রমিকদের বের করে দিয়ে পাঁচ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি করেন বলে জানান তিনি। ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম জানান, এটি দলীয় সমন্বয়ের অভাবে হয়েছে। ছাত্রদল কর্মী সামিউল ইসলাম একাই নির্মাণসামগ্রী সরবরাহ করায় স্থানীয় কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছিলেন। তবে তারা পরে আলোচনার মাধ্যমে কাজ চালু করে দেন বলেও দাবি করেন তিনি।
এদিকে ছাত্রদলের কর্মী সামিউল ইসলাম বলেন, তিনি বৈধ কার্যাদেশের ভিত্তিতে নির্মাণসামগ্রী সরবরাহ করে আসছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বাধা দিচ্ছেন এবং সম্প্রতি চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছেন।
বরমী ইউনিয়ন বিএনপি ও শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।