নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে আবারও ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে শফিকুর রহমান নামের এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ অক্টোবর) সকালে গাজীপুর সদর উপজেলার পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় জবাই করা ঘোড়ার মাংসসহ ১০ থেকে ১২টি জীবিত ঘোড়াও জব্দ করা হয়।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, দীর্ঘদিন ধরে শফিকুর রহমান গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করতেন। বিষয়টি আগেও প্রশাসনের নজরে এলে তাকে সতর্ক করে অঙ্গীকারনামা নেওয়া হয়েছিল। তবে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও একই কাজ শুরু করেন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে প্রাণিসম্পদ বিভাগের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শফিকুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, শফিকুরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিন ১০ থেকে ১৫টি ঘোড়া জবাই করে গাজীপুর ও ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় মাংস সরবরাহ করত। এসব রেস্তোরাঁয় ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো। অভিযোগ রয়েছে, স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার আশ্রয়ে তিনি এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন।
প্রাণিসম্পদ বিভাগ বলছে, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে এবং ঘোড়া জবাই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।