নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বিতর্কিত প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালামকে অবশেষে সরিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) অধিদপ্তরের প্রশাসন-১ শাখার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চাঁদপুরের মতলব উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়।
বদলির খবর ছড়িয়ে পড়তেই গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষক সমাজ স্বস্তি প্রকাশ করে এবং অনেকে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন।
চলতি বছরের ১২ জানুয়ারি আব্দুস সালাম গাজীপুর সদরে প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব নেন। তবে শুরু থেকেই নানা অনিয়ম, দুর্নীতি ও কর্তৃত্ববাদী আচরণের অভিযোগে তিনি আলোচনায় আসেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—বিনামূল্যের বই বিতরণে অনিয়ম, শিক্ষকদের কটূক্তি, স্কুল নিবন্ধনে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ, শিক্ষক নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের, বিধি বহির্ভূত শিক্ষক বদলি, সরকারি বরাদ্দ থেকে কমিশন গ্রহণ।
এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে শিক্ষকেরা একাধিকবার আন্দোলনে নেমেছিলেন। অভিযোগগুলো গণমাধ্যমেও প্রকাশিত হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তদন্ত চালায়।
শুধু গাজীপুরেই নয়, অতীতে দুর্নীতির দায়ে তাকে অন্তত ১৭ বার বদলি করা হয়েছে। এমনকি তার গ্রেডও একবার অবনমন করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা চলমান আছে।
গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোছাদ্দিকুর রহমান বলেন, “একজন দুর্নীতিবাজকে শুধু বদলি করলে হবে না, তাকে শাস্তি দিতে হবে। আমরা ইতোমধ্যেই উচ্চ আদালতে গিয়েছি। আশা করছি, আব্দুস সালামের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।