জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে বোমা ফাটিয়ে ও গুলি চালিয়ে দুটি স্বর্ণের দোকানের অলংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় অস্ত্রধারীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন দোকান মালিক দেবেন্দ্র কর্মকার (৪৯)। খবর ইউএনবি’র।
শুক্রবার রাতে শৈলাট সড়কের দেবেন্দ্র কর্মকারের মালিকানাধীন নিউ দীপা জুয়েলার্স ও মানিক চন্দ্র পালের মালিকানাধীন লক্ষ্মী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ১শ’ গজ দূরে থাকা জুয়েলার্সের দোকান দুটিতে কমপক্ষে ১৪ জনের একদল অস্ত্রধারী বড় মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলযোগে একযোগে হামলা করে। মাত্র ৫ মিনিটের মধ্যে তারা শোকেস ভাঙচুর করে দোকানে থাকা তৈরি অলংকার ও নগদ টাকা লুটে নেয়। এসময় তাদেরকে বাধা দিতে গেলে নিউ দীপা জুয়েলার্সের মালিক দেবেন্দ্র কর্মকারকে গুলি করে অস্ত্রধারীরা। পরে অস্ত্রধারীরা বোমা ফাটিয়ে সড়ক ফাঁকা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ দেবেন্দ্র কর্মকারকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করানো হয়।
এ সময় লক্ষ্মী জুয়েলার্স থেকে আনুমানিক ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ চার লাখ টাকা লুট করে নিয়েছে বলে দাবি করেন এর মালিক মানিক চন্দ্র পাল। তবে দেবেন্দ্র কর্মকারের দোকানের মালামাল লুটের বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাটি শোনামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক তদন্ত করেছে। ঘটনার সাথে জড়িতদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।