Advertisement
  
  নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁর্ড়ির ইনচার্জ ছোটন শর্মা।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ব্রিজের পাশে লাইনচ্যুত হয়েছে। কতক্ষণে ঠিক হবে বলা যাচ্ছে না। তবে ঢাকা হতে জয়দেবপুরমুখী ট্রেন চলাচল শুরু হতে সময় লাগবে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁর্ড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, স্টেশন পার হওয়ার পর টঙ্গী ব্রিজের পাশে ঢাকা অংশে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাজ চলমান রয়েছে। স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



