নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর (নয়নপুর) গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রে সজ্জিত একটি সংঘবদ্ধ চক্র ভয়ভীতি দেখিয়ে জমিতে বেআইনিভাবে স্থাপনা নির্মাণ করছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (২৩ এপ্রিল) শ্রীপুর থানায় জমি জবরদখলের ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মুক্তিযোদ্ধা রহমত আলী মিলিটারির ছেলে ও ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জুয়েল। অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- মৃত জুবেদ আলীর ছেলে আব্দুছ ছাত্তার, শহিদ মিয়া, আতিকুল, আসাদ উল্লাহ এবং শহিদ মিয়ার ছেলে রাসেল। বিরোধীয় জমি মাওনা মৌজার এসএ-১৬৭৪ খতিয়ানের এসএ-২৭ দাগ ও আরএস-২৩৪৩ খতিয়ানে আরএস ৫৩৭৬ দাগে অবস্থিত, যার পরিমাণ প্রায় ৪৬ শতাংশ।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, চক্রটি তাদের নিজস্ব জমি বাদ দিয়ে অপেক্ষাকৃত মূল্যবান ও উঁচু স্থানে থাকা মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা করছে। প্রায় নিয়মিত হুমকি-ধমকির মুখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সহায়-সম্বলহীন হয়ে পড়েছে।
অভিযুক্ত আব্দুছ ছাত্তার স্বীকার করেছেন, “আমার কাগজে খতিয়ান একটু ভুল আছে।” তবে তিনি আদালত ছাড়া জমির কোন কাগজপত্র দেখাতে রাজি হননি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তরা সত্যিই বিরোধীয় জমিতে নির্মাণকাজ চালাচ্ছে। উভয়পক্ষকে কাগজপত্রসহ থানায় হাজির হতে বলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গাজীপুরে নির্মাণাধীন কারখানায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, কাজ বন্ধ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।