নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর ও আশুলিয়ার কুখ্যাত সন্ত্রাসী গেদুরাজ ওরফে যুবরাজ ওরফে আব্দুল আলিম ওরফে দুধরাজকে এক কোটি টাকার চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মহানগরীর কাশিমপুরের তেঁতুইবাড়ী এলাকার বেক্সিমকো কোম্পানির মায়ানগর হাউজিং প্রকল্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
গেদুরাজের বিরুদ্ধে বিভিন্ন সময় মায়ানগর প্রকল্পে চাঁদাবাজির অভিযোগে রয়েছে। সর্বশেষ বেক্সিমকো গ্রুপের মায়ানগর হাউজিং প্রকল্প থেকে তিনি এক কোটি টাকা চাঁদা দাবি করেন। কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গেদুরাজ অস্ত্রসহ প্রকল্পের ভেতরে প্রবেশ করে এবং প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে প্রকল্পের নিরাপত্তা কর্মীরা তৎপর হয়ে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
গেদুরাজের বিরুদ্ধে আগেও নারীদের অপহরণ, মদ্যপান এবং যৌন নিপীড়নে বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি গেদুরাজের মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা তাকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্র মতে, গেদুরাজ দীর্ঘদিন ধরে আশুলিয়া ও কাশিমপুর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার গ্রেফতারে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
কাশিমপুর থানার ওসি জাহিদুল ইসলাম জাহিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বেক্সিমকো গ্রুপের দায়ের করা চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।