Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গাজীপুরে সালিশের নামে জিম্মি করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর!
    গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

    গাজীপুরে সালিশের নামে জিম্মি করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর!

    rskaligonjnewsApril 10, 2025Updated:April 10, 20254 Mins Read
    Advertisement

    নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:  গাজীপুরের কালীগঞ্জে পরকিয়া প্রেমের জেরে জাহাঙ্গীর (৪২) নামের এক প্রবাসীর স্ত্রী, রতন (২৬) নামের অন্য এক যুবকের সাথে চলে যাওয়ার ঘটনায় ভুক্তভোগী প্রবাসী থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু স্থানীয় একটি দালাল চক্র পরকিয়া প্রেমের ওই ঘটনাকে সামাজিক ভাবে মিমাংসার কথা বলে তাদের জিম্মায় নিয়ে অভিযুক্ত রতনকে জিম্মি করে প্রথমে তার কাছে ১০ লক্ষ টাকা দাবি করা হয়।

    Gazipur Map

    কিন্তু তিনি তা দিতে অপরাগতা প্রকাশ করায় তা অর্ধেকে নামিয়ে ৫ লক্ষ টাকা নির্ধারণ করে দালাল চক্র। সেই পরিমাণ টাকা দিতেও তিনি অপরাগতা প্রকাশ করায় সালিশে আড়াই লক্ষ টাকায় রফাদফা করে ওই চক্রটি। কিন্তু আড়াই লাখ টাকায় রফাদফা হলেও রতনের কাছে নগদ কোনো অর্থ না থাকায় বাবার কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া ৪ শতক জমি, টাকা দিতে না পারা পর্যন্ত ভোগদখল করার চুক্তিতে নন জুটিসিয়াল সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়। পরে এ ঘটনা জানাজানি হওয়ার ভয়ে অভিযুক্ত রতনকে এলাকায় এলে গণপিটুনি দেওয়া হবে বলে ভয় দেখিয়ে গ্রাম ছাড়া করেছে ওই দালাল চক্র।

    ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ের বসবাস উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াবো গ্রামের পাশাপাশি বাড়িতে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। প্রবাসীর স্ত্রী (৩৫) তিন সন্তানের জননী হলেও অভিযুক্ত রতন অবিবাহিত।

    অনুসন্ধানে উপজেলার ভূঁইয়াবো গ্রামে গিয়ে অভিযুক্তকে পাওয়া না গেলেও, কথা হয় প্রবাসী জাহাঙ্গীর ও তার মা এবং অভিযুক্ত রতনের চাচা সাইজ উদ্দিন ও মা রেহেনার সাথে। তারা জানান, গত ২৩ মার্চ সৌদি আরব থেকে দেশে আসেন জাহাঙ্গীর। আগের দিন ২২ মার্চ তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। পরে প্রবাসী জাহাঙ্গীর দেশে ফিরে তিনি বাদি হয়ে তার স্ত্রীর ও মামাতো ভাই রতনের বিরুদ্ধে গত ০৩ এপ্রিল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

    ০৫ এপ্রিল থানা থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুহাম্মদ জহরুল ইসলাম ঘটনার তদন্তে যান। এএসআই পর দিন ০৬ এপ্রিল বাদী-বিবাদী দুই পক্ষকে বিকেলে থানায় আসার কথা বলে চলে আসেন। কিন্তু ওই দিন বাদি গেলেও বিবাদী আসতে দেরি করায় অপেক্ষা করে এএসআই জহরুল ইসলাম জরুরী ডিউটিতে চলে যান।

    বিবাদী রতনের মা রেহেনা কান্নাকাটি করে স্থানীয় সাংবাদিকদের জানান, বাবা আমরা গরিব মানুষ, আমাদেরকে বাঁচান। আমার ছেলেকে জাকারিয়া তার অফিসে নিয়ে জিম্মি করে টাকা দাবি করে। কিন্তু আমরা গরীব মানুষ তাই টাকা-পয়সা নাই বিধায়, সে সাদা ষ্ট্যাম্পে আমার ছেলের স্বাক্ষর নিয়েছে এবং বলেছে আড়াই লাখ টাকা যত দিন দিতে না পারবে, তত তার বাবার কাছ থেকে পাওয়া ৪ শতক জমি বাদীরা ভোগদখল করবে। এছাড়াও আমার ছেলে বাড়ি এলে গণপিটুনি দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ কারণে বর্তমানে আমার ছেলে বাড়ি ছাড়া।

    স্থানীয় একটি সূত্র জানায়, দালাল চক্রের মূলহোতা জাকারিয়ার আল-মামুন। তিনি নিজেকে স্থানীয় একটি ভূঁইফোর সাংবাদিক সংগঠনের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। এছাড়াও নিজেকে স্থানীয় ভাবে মস্তবড় সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ানো এই জাকারিয়ার আল-মামুন কালীগঞ্জ থানা গেইটের বিপরীতে ছোট্ট একটি টিনসেটের রুম নিয়ে করেছেন ভূঁইফোর সাংবাদিক সংগঠন। থানার ভেতরে ঘুরঘুর করা এই জাকারিয়া সবসময় অপেক্ষায় থাকেন থানায় বিচার পেতে আসা ভুক্তভোগীদের জন্য। সুযোগ পেলেই ভুক্তভোগীদের প্রস্তাব দেন থানায় না গিয়ে তার অফিসে এসে সমস্যা সমাধান করতে। সবসময় সফল না হলেও মাঝে মধ্যে তার ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারান ভুক্তভোগীরা।

    এ ব্যাপারে জাকারিয়ার আল-মামুন তার ব্যাপারে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার অফিসে কোনো সালিশ করিনি। তবে বাদী-বিবাদী আমার পূর্ব পরিচিত হওয়ায় অফিসে চা খাওয়ার দাওয়াত দেই। পরে তারা আমার অফিসে যায় এবং তাদের চা আপ্যায়ন করি।

    এদিকে প্রবাসী জাহাঙ্গীরের ছোট ভাই সাত্তার জানান, জাকারিয়া আল-মামুনের অফিসে সালিশ করে স্বাক্ষীসহ বিবাদী রতনের স্বাক্ষরিত সাদা ষ্ট্যাম্প দুই দিন তার কাছে রেখে আমাদের কাছে দিয়ে গেছে।

    ঘটনার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুহাম্মদ জহরুল ইসলাম বলেন, ঘটনার দিন আমি বাদী-বিবাদী দুই পক্ষকে থানায় আসতে বললেও বিবাদী পক্ষ দেরি করায় আমি তাদের জন্য অপেক্ষা করে জরুরী ডিউটিতে চলে যাই। তবে এ সময় বাদীদের মধ্যে কেউ একজন বিষয়টি সামাজিক ভাবে মিমাংসার কথা বলেন। পরে আমি সেটিকে স্বাগত জানিয়ে সামাজিক ভাবে মিমাংসা করে আপোষনামা ও অভিযোগ প্রত্যাহারের আবেদন থানার ডিউটি অফিসারকে দিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাই। এরপরে আমি কিছু জানি না। তারা কোথায়? কার কাছে কিভাবে মিমাংসা করেছেন আমার জানা নেই।

    শনিবার থেকে কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    করে গাজীপুর গাজীপুরে জিম্মি ঢাকা নামে বিভাগীয় ষ্ট্যাম্পে সংবাদ সাদা সালিশের স্বাক্ষর
    Related Posts
    গোপালগঞ্জ

    গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়ল

    July 18, 2025
    নারায়ণগঞ্জ

    ‘নারায়ণগঞ্জে খেলার নিয়ম এখনো বদলায়নি, তাই খেলার নিয়ম বদলাতে হবে’

    July 18, 2025
    বিজিবি

    সীমান্তে বিজিবির একাধিক অভিযানে আটক প্রায় ৬ কোটি টাকার চোরাচালান পণ্য

    July 18, 2025
    সর্বশেষ খবর
    হ্যাকিং

    হ্যাকিং থেকে মোবাইল বাঁচানোর উপায়: নিরাপদ থাকুন

    কোরিয়ান পপ তারকাদের জীবন

    কোরিয়ান পপ তারকাদের জীবন:গোপন কাহিনী

    Dighi

    কবে বিয়ে করছেন, জানালেন দীঘি

    ভালোবাসার মানুষ

    ভালোবাসার মানুষটি কেমন, বলে দেবে ভাইরাল এই ছবিটি

    বলিউডের সেরা অভিনয়

    বলিউডের সেরা অভিনয়: যা আপনাকে মুগ্ধ করবে!

    Xiaomi YU7

    Xiaomi YU7 : বৈদ্যুতিক SUV জগতে নতুন সংযোজন

    monalisa

    ভাইরাল মোনালিসাকে দেখতে শত শত মানুষের ভিড়

    আপনার শৈশবের জনপ্রিয় শিশুদের টিভি শো

    আপনার শৈশবের জনপ্রিয় শিশুদের টিভি শো

    ব্লু লাইট ফিল্টার

    ব্লু লাইট ফিল্টার কেন দরকার: ডিজিটাল যুগে আপনার চোখের অপরিহার্য রক্ষাকবচ

    Girls

    মেয়েরা কোন জিনিসটা মুখে নিলে ছেলেরা খুশি হয়

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.