নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে ফয়সাল হত্যা মামালার প্রধান আসামী সন্ত্রাসী মো. রিমন মিয়াকে (২৮) গণপিটুনিতে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ থানায় একাধিক মামলা রয়েছে।
সোমবার (২৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে একই দিন বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার খঞ্জনা ও উত্তরগাঁও (কুমার টেক) গ্রামে দুই দফায় এ গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত রিমন কালীগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড ভাদগাতী গ্রামের মোসলেহ উদ্দিন মাস্টারের ছেলে।
ওসি জানান, আমাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার সাহেব ফোন করেছিল। পরে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রেজিনা আফরিন বলেন, অজ্ঞাত এক রিকসা চালক গুরুতর জখম অবস্থায় রিমনকে হাসপাতালের বারান্দায় ফেলে চলে যায়। পরে আমরা তাকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করি। তার পুরো শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। হাসপাতালে আসার অনেক আগেই রিমনের মৃত্যু হয়েছে বলে জানান জরুরী বিভাগের ওই চিকিৎসক।
স্থানীয়রা জানান, নিহত রিমন কালীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসাসহ নানা ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াতো। সে সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছোট ছেলে ফয়সাল হত্যার প্রধান আসামী। দীর্ঘদিন ধরে এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ ছিল। তবে তার ভয়ে সাধারণ মানুষ কিছু বলতে পারতো না। যে কারণে এলাকাবাসী তাকে খোঁজছিল।
সূত্র আরো জানায়, গতকাল রোববার বিকেলে খঞ্জনা গ্রামের বাড়ির পাশে একা পেয়ে প্রথম দফা গণপিটুনি দেয়। পরে সেখান থেকে দৌড়ে পালিয়ে পাশ্ববর্তী উত্তরগাঁও (কুমারটেক) গ্রামে পালিয়ে যায়। সেখানে দ্বিতীয় দফায় গণপিটুনি দিয়ে রিমনকে রেখে চলে যায়। পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।