নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর এর ভোগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২.২ মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এ সময় ওই দোকানগুলোতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গাজীপুরের সোহাগ, মোহাম্মদ রানা, শামসুল হক, আক্কাস হোসেন ও আতাউর রহমানের পাঁচটি দোকান থেকে এসব পলিথিন জব্দ করা হয়। এ সময় প্রতিটি দোকানে ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার জানান, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ছোট বড় শহরের অনেক নদীনালা ও ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।