গান থেকে ভূমিকম্প: টেইলর সুইফটের ক্যারিয়ারের অবিশ্বাস্য ঘটনা

টেইলর সুইফট

তারকাদের জীবনে অনেক মজার ঘটনা থাকে, যা জানার জন্য ভক্তরা সবসময় উদগ্রীব হয়ে থাকেন। আজ আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে চলে যাওয়া মার্কিন পপ তারকা টেইলর সুইফটের জন্মদিন উপলক্ষে তাঁর সম্পর্কে মজার কিছু তথ্য জেনে নেওয়া যাক।

টেইলর সুইফট

টাইম ম্যাগাজিনের বিশেষ ‘পারসন অফ দ্যা ইয়ার’ কভারে টেইলরের সঙ্গে দেখা যায় একটি বিড়ালকে। এটি তাঁর পোষা বিড়াল। তাঁর আরও দুইটি পোষা বিড়াল আছে। টেইলর খুব শখ করে ওদের তিনজনের নাম রেখেছেন মুভি ও টিভি সিরিজের বিখ্যাত তিন চরিত্রের নামে।

টেইলরের সবচেয়ে পছন্দের টিভি শো ‘ফ্রেন্ডস’। কনসার্ট শেষে ঘরে ফিরে ক্লান্ত শরীরে এই টিভি শোটি দেখে আরাম করেন। টেইলর কিন্তু বেশ কয়েকটি মুভিতে অভিনয়ও করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো, হান্নাহ মনটানা: দ্যা মুভি, ভ্যালেন্টাইন’স ডে, দ্যা লোরাক্স, দ্যা গিভার, ক্যাটস, , অ্যামস্টারডাম। এছাড়া টিভি সিরিজ সিএসআই: ক্রাইম সিন ইনভেস্টিগেশন-এর একটি এপিসোডে তাঁকে দেখা গেছে।

গত জুলাই মাসের ২২ ও ২৩ তারিখে সিয়াটলে অনুষ্ঠিত কনসার্টে হাজির হয়েছিল ১ লাখ ৪৪ হাজার ভক্ত। ভক্তদের চাপ ও সাউন্ড সিস্টেমের জন্য এই শহরে ভূকম্পন অনুভূত হয়েছে। ২ মাত্রার এই ভূমিকম্পের নাম দেওয়া হয়েছে ‘সুইফট কোয়্যাক’। মার্কিন মুলুকে কোনো কনসার্টের জন্য ভূমিকম্প সৃষ্টি হওয়ার ঘটনা এটাই প্রথম।

সঙ্গীত বিশ্বে টেইলরের প্রভাব এত বেশি ,যে বিশ্বের কিছু বড় বড় বিশ্ববিদ্যালয়ে তাঁর গান নিয়ে আলাদা কোর্স খোলা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিশ্ববিদ্যালয় হলো স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়, রাইস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে কলেজ অফ মিউজিক।

চলতি বছরের মার্চ মাসের ১৭ ও ১৮ তারিখে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের শহর গ্লেনডেলে শুরু হয় ইরাস ট্যুর কনসার্ট। তাঁর সম্মানার্থে শহরটির মেয়র ঐ দুইদিনের জন্য শহরের নাম পরিবর্তন করে ‘সুইফট সিটি’ রাখেন। একজন শিল্পী হিসেবে টেইলর সুইফটের অন্যতম শক্তি হলো হৃদয়গ্রাহী গান লেখার ক্ষমতা । তাঁর তৃতীয় অ্যালবাম  ‘স্পিক নাও’-এর সব কয়টি গান তিনি নিজে লিখেছেন।  শুধু নিজের জন্য নয়, টেইলর গান লিখেছেন অন্যান্য শিল্পীদের জন্যও। এর মধ্যে আছে বিখ্যাত ‘ইউ উইল অলওয়েজ ফাইন্ড ইওর ওয়ে ব্যাক হোম’