Advertisement
জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে মহিষের শিংয়ের আঘাতে কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার তালম ইউনিয়নের দেওঘর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে কৃষক আব্দুর রহমান মহিষের আক্রমণে প্রাণ হারান। বিষয়টি নিশ্চিত করেছেন দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান।
জানা যায়, কৃষক আব্দুর রহমান শখের বশে দুটো মহিষ পালতেন। এদের ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে গেলে হঠাৎ করে মহিষ তার শিং দিয়ে আব্দুর রহমানকে একাধিকবার আঘাত করতে থাকে। মহিষের শিং পেটে ঢুকে যায় তার। কৃষক তাৎক্ষণিক মাঠেই মারা যান।
এ বিষয়ে তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস-উজ জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। তার আত্মীয়দের সামাজিত দূরত্ব বজায় রেখে দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।