জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশান-২ এ ইউনিমার্ট ভবনের তৃতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ওই ভবনে ইউনিমার্ট-এর একটি শাখা রয়েছে।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভবনটির তৃতীয় তলায় থাকা ফুডকোর্টের কিচেনে আগুনের সূত্রপাত। আগুন কিচেন থেকে বাইরে ছড়ানোর সুযোগ পায়নি। কিচেনের কিছু জিনিস ও সিলিং পুড়ে গেছে।
আগুনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে গুলশান ২ নম্বরের ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
অল্প ক্ষয়ক্ষতির মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।