আন্তর্জাতিক ডেস্ক : লা টম্যাটিনা। একে অন্যের দিকে টম্যাটো ছোড়ার উৎসব স্পেনে খুব জনপ্রিয়। সেই উৎসবেরই ভারতীয় সংস্করণ সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তবে ‘লা টম্যাটিনা-র ভারতীয় সংস্করণে টম্যাটোর বদলে ছোড়া হয় গোবর!
তামিলনাড়ুর গুমাতাপুরমে প্রতি বছর দিওয়ালির পর অনুষ্ঠিত হয় গোবর ছোঁড়াছুড়ির এই উৎসব। এর নাম ‘গোরাইহাব্বা’। গুমাতাপুরমে রয়েছে বীরেশ্বরার মন্দির। ওই এলাকা ও আশপাশে থাকা প্রায় তিন হাজার খাটাল থেকে গোবর এনে জড়ো করা হয় সেই মন্দিরের কাছে। তার পর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে একে অন্যের দিকে ছুড়তে থাকে গোবর। এ ভাবেই গোরাইহাব্বা উৎসবে মেতে ওঠেন গুমাতাপুরম ও সংলগ্ন এলাকার বাসিন্দারা।
সেখানকার বাসিন্দাদের বিশ্বাস, গায়ে গোবর মাখলে ভাল স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। ওই উৎসবে অংশ নেওয়া প্রভু নামের সেখানকার এক বাসিন্দার কথায়: গোবরের প্রচুর ঔষধি গুণ রয়েছে। আমাদের গোবর ছোড়া দেখে অনেকে বলে সংক্রমণ ছড়াবে। কিন্তু ভগবান বীরেশ্বরার উপর বিশ্বাস রেখে আমরা গোবর নিয়ে খেলি। এতে আমাদের কোনও অসুবিধা হয় না।
Let them Festive Faeces Fly! Cow dung fight in India brings ‘good health’https://t.co/X7hPHucK6n pic.twitter.com/ImWQy4IlVy
— RT (@RT_com) November 5, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।