গোবিন্দগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহের পাশ থেকে শিশু উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি শিশুকেও উদ্ধার করা হয়। তবে শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে পৌরসভার বোয়ালিয়া বাঁশহাটি নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধার পাশে থাকা ৩-৪ বছর বয়সের একটি মেয়েকেও পাওয়া গেছে। শিশুটি জানায়, ‘তার নাম সামেনা। তার পিতা বাদশা। মাতা নূরী। বড় বোন আমেনা। তার গ্রাম বটতলী। তার প্রকৃত ঠিকানা খুঁজে পেতে চেষ্টা করা হচ্ছে।