জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের শিবচরে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ইফতারের সময় শিবচরের পাঁচ্চর সোনার বাংলা প্লাজার সামনে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির শার্টের পকেটে একটি জন্ম নিবন্ধন কার্ড ছিল। সে অনুযায়ী ধারণা করা হচ্ছে তার নাম মাহমুদুল হাসান মিনুর। তিনি মাদারীপুর শহরের পানিছত্র চৌরাস্তা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাঁচ্চর সোনার বাংলা প্লাজার সামনে এসে লোকটি মসজিদের পাশে গোসল করতে চায়। এ সময় গোসলের জায়গা না পেয়ে ওযুখানায় শরীরের পানি দিতে গিয়ে ঢলে পড়ে যায়। আশপাশের লোকজন এই অবস্থা দেখে স্থানীয় ক্লিনিক থেকে চিকিৎসক ডেকে আনলে ততক্ষণে তার মৃত্যু হয়। স্থানীয়রা ধারণা করছেন, প্রচণ্ড গরমের কারণে হয়তো সে হিট স্ট্রোক করেছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) শোভন ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। তার পকেটে একটি জন্ম নিবন্ধনের কপি রয়েছে। ওই ঠিকানা অনুযায়ী তার স্বজনদের জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।