স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কাতারে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ। এমন এক বৈশ্বিক টুর্নামেন্টে অন্তত একটি ম্যাচ হলেও মাঠে বসে দেখার ইচ্ছা থাকে অনেকের। তেমন ইচ্ছে বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসানেরও। আর তার ইচ্ছা পূরণও হয়েছে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের দুটো টিকিট পেয়েছেন সাকিব। যদিও চারটি টিকিট চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। নির্দিষ্ট মূল্য পরিশোধের মাধ্যমে বাফুফের কাছ থেকে টিকিট বুঝে নিতে হবে সাকিবকে।
ফিফার সদস্য দেশগুলো প্রতি বিশ্বকাপে টিকিট পেয়ে থাকে। ২৯০টি টিকিট পেয়েছে বাফুফে। শনিবার টিকিটগুলো বুঝে পেয়েছে বাফুফে। বণ্টনের জন্য গঠন করা কমিটি নানা বিষয় পর্যালোচনা করে টিকিটপ্রত্যাশীদের নাম চূড়ান্ত করেছে।
বাফুফে ছাড়া সরাসরি অনলাইন ও অন্য দেশ থেকেও অনেকে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করেছেন। এই তালিকায় আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সুমনসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।