জুমবাংলা ডেস্ক : গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ইউএনবি’র।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর পাঁচলাইশ এলাকায় এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানায়, বাসায় পানি গরম করতে চুলা ধরানোর সময় ম্যাচের কাঠি জ্বালাতেই আগুন ধরে যায় পুরো রান্নাঘরে। এ সময় পুড়ে আহত হন আজাদুর।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৯টা ৫০ মিনিটে নগরীর চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বড় ধরনের অর্থিক ক্ষতি না হলেও একজন সরকারি কর্মকর্তা আহত হয়েছেন।’
গ্যাস লাইন বা চুলার লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



