নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে অবৈধভাবে সংযোগ দিয়ে তিতাসের গ্যাস ব্যবহার করার অভিযোগে দুই আবাসিক গ্রাহককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হয়।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার জানান, উপজেলার ভান্নারা এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময়ে ১৩টি বাড়ির মালিক অভিযানের টের পেয়ে পালিয়ে যায়।
দুই বাড়ির মালিককে হাতেনাতে আটক করে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১২(১) ধারায় মো উজ্জ্বল ও শিল্পীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তিতাস গ্যাস, আনসার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।