জুমবাংলা ডেস্ক : মধ্যরাতে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হওয়াতে মাঝ নদীতে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে।
শনিবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেন-বিআই ডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন।
সকালের গোয়ালন্দের হাঁটাপাঁটির সদস্য ও প্রধান শিক্ষক সুশীল কুমার রায় বলেন, আজকে রাত থেকেই প্রচুর কুয়াশার কারণে রাস্তাঘাটে কোনো কিছুই দেখা যাচ্ছে না, ঘন কুয়াশায় জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বলে জানান।
মহাসড়কের পাশের থাকা চায়ের দোকানী মধুর খান বলেন, আমার জীবনে এই প্রথম এতো কুয়াশা দেখছি। শুক্রবার রাত থেকে কুয়াশার কারণে দোকানে কোনো কাস্টমার নেই। বেচাকেনা কমে গেছে। রাস্তাঘাটে কোনো মানুষ নেই।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বর্তমানে এ নৌরুটে ১১টি ছোটবড় ফেরি চলাচল করছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।