গাজীপুরের ভোগড়া এলাকায় ঘর ভাড়া দিতে না পারায় রবিউল ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে তালাবদ্ধ করে ঘরে আটকিয়ে রাখার অভিযোগ ওঠেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ওই বাড়িতে অভিযান চালিয়ে পরীক্ষার্থীকে উদ্ধার এবং বাড়িওয়ালাকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া রবিউল ইসলাম শরীয়তপুরের নড়িয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি গাজীপুর আইডিয়াল কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।
র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোগড়া উত্তর পাড়া এলাকার স্থানীয় জাহাঙ্গীর আলমের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়ায় বসবাস করে আসছেন রবিউল। পারিবারিক অস্বচ্ছলতার কারণে গত দুই মাসের ঘর ভাড়া বকেয়া পড়ে তাদের। এরই জের ধরে ভাড়া আদায়ের জন্য রবিউলকে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম একটি কক্ষে আটকে তালাবদ্ধ করে রাখেন।
খবর পেয়ে শনিবার দুপুরে র্যাব-১ এর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পরে তালাবদ্ধ ঘর থেকে রবিউলকে উদ্ধার এবং বাড়ির মালিক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

গাজীপুরের ভোগড়া এলাকায় ঘর ভাড়া দিতে না পারায় রবিউল ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে তালাবদ্ধ করে ঘরে আটকিয়ে রাখার অভিযোগ ওঠেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ওই বাড়িতে অভিযান চালিয়ে পরীক্ষার্থীকে উদ্ধার এবং বাড়িওয়ালাকে আটক করা হয়েছে।

