জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় মাদরসাশিক্ষক আলী আকবর (২২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ বুধবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ১০ বছরের শিশু ওই মাদ্রাসার আবাসিক হলে ঘুমাচ্ছিল। শিক্ষক আলী আকবর তাকে সোমবার (২৫ অক্টোবর) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বলাৎকার করেন। শিশুটি ব্যথায় কান্নাকাটি করলে খবর পেয়ে শিশুটি মা এলে তার কাছে ঘটনাটি খুলে বলে। এ ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়। গ্রেপ্তার আলী আকবর সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামের হোসেন ঢালীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, ওই মাদরাসায় এর আগেও এ ধরণের ঘটনার অভিযোগ রয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করলে ওই রাতেই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। শিক্ষক আলী আকবরকে আদালতের মাধ্যমে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।