জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ায় বাড়ি ঘিরে ফেলে রাজু আহম্মেদ (৩৭) নামের এক যুবককে ঘুম থেকে টেনে তুলে পরিবারের সদস্যদের সামনে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। কুষ্টিয়া সদর উপজেলার দরবেশপুর বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে।
রাজু আহম্মেদ দরবেশপুর গ্রামের মুন্তা মন্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন রাজু। হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন পুরো বাড়ি ঘিরে ফেলে। পরে তারা রাজুকে তার ঘর থেকে বের করে মাথায় গুলি করে। গুলিবিদ্ধ রাজুকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, কয়েক মাস ধরে দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মামুন ও বক্কার গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল। ধারণা করা হচ্ছে, এর ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত রাজু আহম্মেদ মামুন গ্রুপের সমর্থক বলে জানিয়ে ওসি আরও বলেন, খুনীদের ধরতে পুলিশের অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।