বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিয়েছে। দক্ষিণ-পূর্ব আন্দামান সাগরে নতুন আবহাওয়াগত সিস্টেমের সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে (বিডব্লিউওটি)।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ফেসবুক পোস্টে বিডব্লিউওটি জানায়, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সার্কুলেশন তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এটি লঘুচাপে পরিণত হতে পারে।
পোস্টে আরও বলা হয়, ‘পরবর্তীতে এই সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আঘাত হানবে কি না, সেটি এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।’
আক্রান্ত এলাকার সম্ভাব্য অবস্থান বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, ঘূর্ণিঝড়টি কোন দিকে যেতে পারে তার বিষয়ে আরও ৩–৪ দিন পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
যদিও ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানবে কি না অনিশ্চিত, তবে মাসের শেষে দেশের বিভিন্ন স্থানে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে বিডব্লিউওটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



