জুমবাংলা ডেস্ক : বিজয় দিবসের র্যালি শেষে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে চট্টগ্রামের খুলশী থানা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে খুলশী থানার আমবাগান বড় মসজিদ আওয়ামী লীগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— আমবাগান এলাকার স্বপন চক্রবর্তীর ছেলে টিটু চক্রবর্তী (২৩), রহমানের ছেলে বাবলু (২০) ও আতাউর রহমানের ছেলে মো. সুজন (২০)। টিটু ও বাবুল ওই এলাকার আওয়ামী লীগ নেতা হিরণ গ্রুপের সমর্থক এবং সুজন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিমের সমর্থক বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলো— সুজন, সজীব, ইমন ও রুবেল। তাদের মধ্যে সুজন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। দুপুরে বিজয় দিবসের র্যালি শেষে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বিরিয়ানি বিতরণকে কেন্দ্রে করে বিবদমান ওই দুই গ্রুপের লোকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ছুরিকাঘাতে আহত তিন জনকে চমেক হাপসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ছুরিকাঘাতে আহত তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মেডিক্যালের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে টিটুর অবস্থা আশঙ্কাজনক।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



