চট্টগ্রাম প্রতিনিধি: বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র হালিশহরস্থ প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানার্থে সম্প্রতি বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়েটে।
এতে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী নিতাই কুমার ভট্টাচার্য। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশফাক আহমেদ, মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক তৌহিদ আহমেদসহ অন্যান্যরা।
উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শনকালে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ ধরনের মহতী উদ্যোগের জন্য মমতা’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, মমতা’র উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু কর্ণারে অনেক ঐতিহাসিক ও বিরল তথ্য চিত্র উপস্থাপন করা হয়েছে, যা দেখে দর্শনার্থীরা অনেক শিক্ষনীয় বিষয় খুঁজে পাবেন এবং বঙ্গবন্ধু গৌরবোজ্জ্বল জীবন সম্পর্কে জ্ঞানলাভ করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।