চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ২৬ জন আক্রান্ত

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ নতুন করে ২৬ জন শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৯ দশমিক ৮৮ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।

প্রতীকী ছবি

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ২৬৩ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ২৬ জন শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ১৮ জন ও সাত উপজেলার ৮ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৪৮৩ জন। এর মধ্যে শহরের ৯৩ হাজার ৬৫২ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৩১ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে ২ জন এবং মিরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, বাঁশখালী, আনোয়ারা ও কর্ণফুলীতে একজন করে রয়েছেন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন। এরমধ্যে শহরের ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন। সূত্র: বাসস