জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)-এর উদ্যোগে জমকালো আয়োজনে বার্ষিক পুনর্মিলনী-২০২৪ সম্পন্ন হয়েছে।
গতকাল (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর ফয়ে’স লেকস্থ কনকর্ড সী-ওয়ার্ল্ডে ছয় শতাধিক সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি, অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রথম ব্যাচের শিক্ষার্থী রওশন আক্তার সোমা এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী।
সিইউসিএজেএএ’র সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন আলমগীর মিলন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১ম সহ-সভাপতি মোহাম্মদ ফজলুল করিম ও সহ-সভাপতি পারভেজ মো. চৌধুরী।
এ সময় সিইউসিএজেএএ কার্যকরী পরিষদের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার, সাংগঠনিক সম্পাদক রাশেদ এইচ চৌধুরী, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম, ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক মো. মাসুদ পারভেজ মিলাদ ও কার্যকরী সদস্য দিলরুবা আক্তার রেণু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল- এস. আলম গ্রুপ এবং জিপিএইচ ইস্পাত।
দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় ছিল-বোটে চড়ে ফয়ে’স লেকে ভ্রমণ, সী-ওয়ার্ল্ডের রাইড উপভোগ ও জলকেলি, ঐতিহ্যবাহী মেজবান, সাবেক-বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, আকর্ষণীয় র্যাফেল ড্র প্রভৃতি।
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকোত্তরে ভর্তি আবেদনের সময় বেড়েছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।