চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের পক্ষে আজ (৩ অক্টোবর) প্রচারণা চালিয়েছে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।
ছাত্রলীগের সাবেক এই নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে পথসভায় বক্তব্য দিয়ে এবং পৌরসভা এলাকার অলিগলিতে গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে নৌকা মার্কার প্রার্থীর জন্য ভোট চান।
এসময় ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, আ জ ম নাছির ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, জুয়েল ভাইয়ের সালাম নিন, নৌকা প্রতীকে ভোট দিন’ স্লোগানে মুখর হয়ে উঠে বিভিন্ন রাস্তার মোড় এবং পৌরসভার অলিগলি।
সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তারা আধুনিক চাঁদপুর গড়তে ১০ অক্টোবর নৌকা মার্কার প্রার্থী জিল্লুর রহমান জুয়েলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
বক্তারা চাঁদপুর পৌরসভাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘পর্যটন, বাণিজ্য ও শিক্ষা নগরী হিসেবে চাঁদপুরকে গড়ে তুলতে এবং নদী ও খাল দখলমুক্ত করে জনগণের সকল পৌর সুবিধা নিশ্চিত করার জন্য পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান জুয়েলকে ভোট দিন। ‘
পৌরসভাকে জনতার ও মানবিক পৌর সভায় পরিণত করে মাদকমুক্ত সমাজ গঠনের উদ্যোগ গ্রহণ করে যুব উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ প্রসারিত করতে নৌকায় ভোট দেয়ারও আহ্বান জানান বক্তারা।
চাঁদপুর পৌরসভা মেয়র নিবার্চনে নৌকা মার্কার আজকের প্রচারণায় অংশ নেন সরকারি কমার্শিয়াল ইনষ্টিটিউট ছাত্রসংসদের সাবেক ভিপি মাহমুদুল হক আবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু তাহের, সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম ইমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হেলাল উদ্দিন, চট্টগ্রাম কর্মাস কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুকছুদ আলী, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদ সাবেক ভিপি আরিফ মঈনুদ্দিন, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি টিপুশীল জয়দেব, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সালাউদ্দিন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম হাসান ফয়সাল, আনোয়ার হোসেন, হাজীগন্জ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোহাম্মদ উল্লাহ বুলবুল প্রমূখ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল এবারই প্রথম চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।