আন্তর্জাতিক ডেস্ক : চাঁদে যাওয়ার পরিকল্পনা করেছেন ইয়ুসাকু মায়েজাওয়া নামে জাপানের একজন ধনকুবের। কিন্তু তার এই যাত্রাপথে সঙ্গী হওয়ার জন্য একজন বান্ধবী খুঁজছেন তিনি।
আবেদনকারীদের উদ্দেশ্যে ৪৪ বছর বয়সি মায়েজাওয়া তার ওয়েবসাইটে লিখেন, ‘একাকীত্ব এবং শূন্যতার বোধ আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। এক্ষেত্রে বর্তমানে একটা জিনিসই আমি ভাবতে পারি, তাহলো একজন নারীকে অব্যাহতভাবে ভালোবেসে যাওয়া।’
তিনি লিখেন, ‘আমি একজন জীবন সঙ্গী খুঁজছি। আমার সেই ভবিষ্যতসঙ্গীকে সঙ্গে নিয়ে মহাকাশে আমাদের ভালোবাসা এবং বিশ্বশান্তির কথা ঘোষণা করতে চাই।’
আবেদনকারীকে চাঁদে ভ্রমণের ব্যাপারে আগ্রহী হতে হবে এবং এজন্য মানসিকভাবে প্রস্তুতও থাকতে হবে। এছাড়া বিশ্ব শান্তির ব্যাপারেও তার আগ্রহ থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
১৭ জানুয়ারির মধ্যে আবেদন পাঠাতে হবে। মার্চের শেষ দিকে মায়েজাওয়া এসব আবেদনকারীদের মধ্য থেকে নিজের সঙ্গী নির্বাচন করবেন।
উল্লেখ্য, ইয়ুসাকু মায়েজাওয়া মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেস এক্সের হয়ে ২০২৩ সালে চন্দ্র ভ্রমণে যাবেন। এটিই প্রথম বেসরকারীভাবে চাঁদে ভ্রমণের ঘটনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


