আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাসেরও কম সময় আগে নিজের ব্লগ পেইজ চালু করেছিলেন। এবার হঠাৎ করেই এটি স্থায়ীভাবে বন্ধ করে দিলেন তিনি। ট্রাম্পের এক জ্যেষ্ঠ এইড জেসন মিলার জানিয়েছেন, এই পেইজ আর চালু করা হবে না। খবর সিএনএন’র।
বুধবার (২ জুন) এসব জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, মিলার জানিয়েছেন, এই ব্লগ পেইজটি কেবল আমাদের বিস্তৃত প্রচেষ্টার সহায়ক অংশ ছিল।
এখন যারা ব্লগ পেইজটি দেখার চেষ্টা করছেন তাদের সামনে একটি ওয়েব ফর্ম ভেসে উঠছে। এতে চেষ্টাকারীদের সঙ্গে যোগাযোগের ইনফরমেশন চাওয়া হচ্ছে যাতে তারা ই-মেইল বা টেক্সট মেসেজের মাধ্যমে ট্রাম্পের পরবর্তী আপডেট পেতে পারেন।
ব্লগ পেইজটির নাম ফ্রম দ্য ডেস্ক অফ ডোনাল্ড জে. ট্রাম্প। গত ৪ মে এটি চালু করা হয়েছিল। তখন এর উদ্দেশ্য ছিল সমর্থক এবং ট্রাম্পের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।