নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে চিকিৎসকদের মানবসেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রাইভেট রোগী না দেখে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীদের সেবাদানে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।
শনিবার (২ মার্চ) বেলা ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমানা আলী বলেন, হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষে অবৈধ দোকানপাট উচ্ছেদ, হাসপাতাল ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ ও হাসপাতাল চত্বরে দালাল প্রতিরোধ করতে হবে। বহিরাগত দালাল ও দালালচক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষন দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।