জুমবাংলা ডেস্ক: বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুর্তজা বশীরের মেয়ে মুনিরা বশীর জাতীয় দৈনিক সমকালকে জানান, ফুসফুসের সমস্যার কারণে বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার বাবা মুর্তজা বশীরকে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ছেলে মুর্তজা বশীর ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি ঢাকা আর্ট কলেজে ভর্তি হন। ১৯৪৮ সালে বগুড়ায় ভাষা আন্দোলনের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে ১৯৫০ সালে গ্রেফতার হয়ে পাঁচ মাস কারাভোগ করেন। পরে নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তি লাভ করেন। পরবর্তী সময়ে বায়ান্নর ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। তিনি আন্দোলনের জন্য অনেক কার্টুন এবং ফেস্টুন এঁকেছেন। তার কার্টুনগুলোতে দেশ ও ভাষার জন্য লড়াই এবং ত্যাগের কথাই স্মরণ করিয়ে দেয়।
প্রথম থেকেই বশীর সাধারণ খেটেখাওয়া মানুষকে তার চিত্রকলার বিষয়বস্তু করেছেন। তিনি বিমূর্ত ও অর্ধবিমূর্ত ধারায় ছবি আকলেও তার সব ছবির পেছনে ছিল সমাজের প্রতি দায়বদ্ধতা। মুর্তজা বশীরের চিত্রকলায় নাগরিক জীবন থেকে বেশি এসেছে গ্রামীণ জীবনের কথা। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় স্বাধীনতার দাবিতে আয়োজিত বাংলাদেশ চারু ও কারুশিল্পীদের মিছিলের অন্যতম সংগঠক ছিলেন তিনি।
মুর্তজা বশীর মূলত চিত্রশিল্পী হলেও সংস্কৃতির অন্যান্য শাখায়ও তার বিচরণ ছিল। চিত্রকলায় তিনি বাস্তববাদী ও সমাজমনস্ক হলেও সাহিত্যে অনেক রোমান্টিক। একুশে পদক, শিল্পকলা একাডেমি, সুলতান স্বর্ণপদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



