Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় ৫৭ জন নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এপ্রিলের ১৩ তারিখের পর একদিনের হিসাবে দেশটিতে এত রোগী এই প্রথম।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন রবিবার জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ৩৮ জনই স্থানীয়, যাদের ৩৬ জন বেইজিংয়ের।
শনিবার, ৫০ দিনেরও বেশি সময় পর করোনা রোগী শনাক্ত হয়েছে রাজধানীতে। দ্বিতীয় দফায় সংক্রমণের আশঙ্কায় কড়া লকডাউন দেয়া হয়েছে শহরের একটি অংশে।
এদিকে বেইজিংয়ের সবচেয়ে বড় পাইকারি বাজারকে সংক্রমণের কেন্দ্র বলে ধারণা করা হচ্ছে। বাজারটির সাথে সংশ্লিষ্ট ৫১৭ জনের পরীক্ষার পর মোট ৪৫ জনের শরীরে মেলে কোভিড-১৯ এর উপস্থিতি। আরও ১০ হাজার কর্মীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া গত কয়েক সপ্তাহে ক্লাস্টার ভিত্তিক সংক্রমণের নজির মিললে পুরো এলাকা কিংবা শহর লকডাউনের পদক্ষেপ নিচ্ছে চীনা সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।