যুবলীগ চেয়ারম্যান পদ হারানোর একদিনে মাথায় মুখ খুললেন ওমর ফারুক চৌধুরী

জুমবাংলা ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগ চেয়ারম্যানের পদ থেকে থেকে গতকাল অব্যাহতি দেয়া হয়েছে। তাকে বাদ দিয়ে আগামী মাসে অনুষ্ঠেয় যুবলীগের ৭ম কংগ্রেসের প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে চয়ন ইসলামকে।
omor-faruk
অব্যাহতি পাওয়ার পরদিন সোমবার একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে কথা বলেছেন ওমর ফারুক চৌধুরী।

তিনি বলেন, ‘আমি তো শাস্তি পেয়েছি-ই। কয়েক দিন ধরে গৃহবাস এবং কাল দল থেকে গেট আউট। কষ্ট যা পাওয়ার পেয়েছি। সর্বোচ্চ কষ্ট পেয়েছি। এখন তো আর রাজনীতি করতে পারব না,নতুন যাত্রা শুরু করতে হবে।’

বিভিন্ন গণমাধ্যমে এসেছে যুবলীগ দক্ষিনের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট চাঁদার ভাগ দিতেন ওমর ফারুক চৌধুরীকে। জিজ্ঞাসাবাদে তিনি এমন তথ্য দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক বলেন, সম্রাট রিমান্ডে কী বলেছেন তা আপনি নিজে দেখেছেন বা শুনেছেন কী? উনি (সম্রাট) যা খুশি বলতে পারেন। এসব তথ্য আমলে নিয়ে বিচারপ্রক্রিয়া কেমন হয় তা দেখার অপেক্ষায় আছি।

তিনি বলেন, ‘নানা বিষয়ে আমার নামে আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে সব কিছুরই একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী আমার ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংক। যদি তাদের মনে হয় ক্যাসিনোর টাকা আমার ব্যাংকে ঢুকেছে তাহলে তারা আমাকে নোটিশ দেবে, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড), দুদকে (দুর্নীতি দমন কমিশন) পাঠাবেন। তারা তদন্তে প্রমাণ পেলে উচ্চ আদালতে জানাবেন। আমি সেখানে যাব।’

ওমর ফারুক বলেন, এখন পর্যন্ত আমার বিরুদ্ধে যা হয়েছে তা মিডিয়া ট্রায়ালের কারণে হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম স্বাধীন। বাংলাদেশের গণমাধ্যম ৩০-৩৫ দিন ধরে বলছে যে, ক্যাসিনোকাণ্ডসহ নানা অপরাধে চেয়ারম্যান (যুবলীগ) অর্থাৎ আমি ওমর ফারুক জড়িত। মিডিয়া ট্রায়ালে আমার বিচার হয়ে গেছে।

আপনারা (সাংবাদিক) লেখনির মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে, আমি আর দল করতে পারব না, রাজনীতি করতে পারব না। মিডিয়া ট্রায়াল শেষ। আমাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মানে ‘ইউ আর নো মোর’। এখন আমি যতই সত্য কথা বলি, তা মিথ্যা ফিকশন হয়ে যাবে। তাই আর কিছু বলতে চাই না।

তিনি আরো বলেন, মিডিয়া আমার বিষয়ে যা লিখছে, যা দেখাচ্ছে পাবলিক তা-ই খাচ্ছে। আমার এখন উচিত ঘরে বসে থাকা। করণীয় কিছু নেই। এজন্য অবশ্য আমি মিডিয়াকে কোনো দোষ দিতে চাই না। কারণ বাংলাদেশের সংবাদমাধ্যম স্বাধীন।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *