জুমবাংলা ডেস্ক : ট্যুইটারে নতুন একটি বিষয় ট্রেন্ড করছে, ‘ব্রেইনটিজার’! কী এই ব্রেনটিজার? এমন সব ছবি ও ধাঁধা যার সমাধান করে মগজ পুষ্ট হয়।
কখনও খুঁজে বের করতে হচ্ছে বাঘ, কখনও বা ছুঁড়ে দেওয়া হচ্ছে চিতাবাঘ বা মৌমাছি খোঁজার চ্যালেঞ্জ (Viral) কখনও বা শেয়ার করা হচ্ছে কোনও অপটিক্যাল ইল্যিউশনের ছবি বা ভিডিও! নেটিজেনরা এই নতুন খেলা বেজায় পছন্দও করছেন! নিজেরা সমাধান করে ফের অন্যের উদ্দেশ্যে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়!
দেখতে দেখতে সেই ব্রেনটিজার ভাইরাল হচ্ছে! এই যেমন এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল একটি অপটিক্যাল ইল্যিউশনের ভিডিও! ভিডিওটার দিকে ১ সেকেন্ড তাকিয়ে থাকুন, তারপরেই দেখুন ম্যাজিক :
あの伝説の錯視をパワーアップさせました pic.twitter.com/SRcE9Y5Cn6
— じゃがりきん (@jagarikin) January 1, 2022
এই ভিডিওটি তৈরি করেছেন জাপানি শিল্পী জাগারকিন। দুটো বৃত্ত রং-এ ভরা, মধ্যিখানে রয়েছে তীর চিহ্ন। যখন ভিডিওটি দেখবেন, মনে হবে যেন বৃত্ত বা সার্কলগুলো ঘুরছে। কিন্তু বৃত্তগুলো মোটেও ঘুরছে না!
অপটিক্যাল ইল্যিউশনের জন্য আপনার চোখ ধোকা খাচ্ছে! বৃত্তের মধ্যে থাকা তীর চিহ্ন আর রংগুলো ঘুরছে, বৃত্ত কিন্তু নড়ছে না, নিজের জায়গায়-ই আছে! অপটিক্যাল ইল্যিউশনের জন্য আপনার মনে হচ্ছে বৃত্তদুটিও ঘুরছে। নেটিজেনদের এই অপটিক্যাল ইল্যিউশনের খেলা বেজায় পছন্দ হয়েছে! ভিউ বাড়ছে লাফিয়ে লাফিয়ে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।